নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে পেকুয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করলেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ আলী নাদিম।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মুহাম্মদ আলী নাদিমের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত ) কানন সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। মতবিনিময় সভায় ওসি শেখ মুহাম্মদ আলী নাদিম বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, জাতির বিবেক। পুলিশ সাংবাদিক পারস্পরিক সম্পর্ক বজায় রেখে চললে সমাজের সার্বিক উন্নয়ন করা সম্ভব। তিনি আরো বলেন, সাংবাদিকদের সহযোগীতায় পেকুয়া থানাকে একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই।