খোকার_ঘুম
ঘুমের দেশের ঘুমের রাজা এসো খোকার বাড়ি, মায়া দিয়ে, স্নেহ দিয়ে চালাও ঘুমের গাড়ি।
স্বপ্নের দেশের স্বপ্নরাজা ঘুমে স্বপ্ন আঁকো, সবুজ-শ্যামল স্বপ্নরাজ্যে খোকাকে ঘুমে রাখো।
মুহিব কাদেরী
প্রভাষক বাংলা বিভাগ
চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম