হুশের_মানুষ_বেহুশ
ভেবে ভেবে বেহুশ হইলাম
হবে কী উপায়?
হুশ ফিরাইতে যৌবন গেলো
আহা!করি হায় হায়!
হুশের নামে বেহুশ মানুষ
বুঝেও বুঝেনা,
আপন যে জন আপন করে
তারেও খোঁজে না।।
মতির এ কেমন গতি
বুঝা বড় দায়।
মনের ভেতর আগুন জ্বলে
তবু নিবাই না,
মাথাটা তার পায়ের তলে
অলীক সান্ত্বনা।।
সত্যটারে দূরে ঠেলে
হয় সে অসহায়।
কোন পথে আজ মানুষ হায়রে!
পথ তো চেনে না,
সত্য মানুষ বিজন বনে
কেউ তো গুনে না।।
আসল পথের সন্ধান পেতে
নিজেই অন্তরায়।
মুহিব কাদেরী
পার্সিভ্যাল হিল,চট্টগ্রাম।