নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিলখালী ইউনিয়নের একটি ভোট কেন্দ্র পরিবর্তন করার দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররাসহ এলাকাবাসী।
১৯ অক্টোবর এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা কে লিখিত অভিযোগ দিয়েছেন ওই এলাকাবাসীর পক্ষে আবু ছালেক।
অভিযোগকারী আবু ছালেহ, আবুল হোসেন, জোসনা আক্তার, মৌলানা রফিকুল ইসলাম, সাজেদা বেগম, মালেকা বেগমসহ সাধারণ ভোটাররা জানান,আমাদের শিলখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের সৃষ্টিলগ্ন থেকে আমাদের ৩নং ওয়ার্ডের এলাকাবাসী বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছে। তারা আরো জানান, আমাদের ভোট কেন্দ্রটি মসজিদের আঙ্গিনায় দিয়ে কেন্দ্রে এসে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের ভোটাররা ভোট প্রদান করে।
কেন্দ্র এলাকায় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ মসজিদের উঠানে চলাচল করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।
তাই আমরা এলাকাবাসী একমত হয়ে মাননীয় এমপি,উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কাছে কেন্দ্র পরিবর্তন করে সবুজ পাড়া আশরাফ নুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র করার দাবী জানাচ্ছি।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান,ভোট কেন্দ্র পরিবর্তন করার ক্ষমতা আমার নাই বিধায় আবেদনকারীকে জেলা কর্মকর্তা বরাবরে আবেদন করার পরামর্শ দিয়েছি।