নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজারের পেকুয়ায় তৃতীয় ধাপে উজানটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনীত প্রার্থী দুইবারের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরীকে সংবধিত করল উজানটিয়ার জনসাধারণ।
২৯ অক্টোবর সন্ধ্যা ৭ টায় উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এ টি এম বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত এই সংবর্ধনা সভায় উপরোক্ত বক্তব্য রাখেন নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া আসন্ন উজানটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন,আমার জীবনের যত ঝুঁকি ও ঝড় আসুক আমি তা মোকাবেলা করে আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রাণপ্রিয় উজানটিয়াবাসীর সেবক হয়ে থাকতে চাই। বিগত সময়ে যেভাবে উজানটিয়াবাসীর সুখে দুঃখে ছিলাম সেভাবে আগামী দিনেও থাকতে আপনাদের সন্তান হিসেবে আমাকে জননেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়নের প্রতীক নৌকার মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন তার স্বীকৃতিস্বরূপ ২৮ নভেম্বর সারাদিন নৌকা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আরেকবার
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াবুল হক জিকু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ৭ নং ওয়ার্ডের মেম্বার পদ-প্রার্থী তারেকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তরা আগত নারী- পুরুষের উদ্দেশ্যে বলেন, দলমত নির্বিশেষে আপনাদের উপস্থিতি প্রমান করে আপনারা শেখ হাসিনার মনোনীত প্রার্থীর তথা নৌকার পক্ষে। আপনারা অতীতের মত এবারো উন্নয়নের প্রতিক নৌকা তথা বাংলাদেশের অসহায় জনতার আশা ভরসার আশ্রস্থল শেখ হাসিনার প্রার্থীকে
আপনাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুণ।আমরা উজানটিয়ার উন্নয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করে আপনাদের মুখে হাসি ফুটাব।