পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় আসন্ন ৪নং পেকুয়া সদর ইউপি নির্বাচনকে সামনে রেখে পথসভায় করেছেন এডভোকেট রাশেদুল কবির।
শুক্রবার(২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া সদর ইউপি ৮নং ওয়ার্ডের বলির পাড়া এলাকার সাধারণ কেটে খাওয়া মানুষদের উপস্থিতিতে পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়। বলির পাড়া স্টেশন মাঠে লোকে কানায় কানায় ভরে উঠে।
চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কবির বলেন, একবার আমাকে ভোট দিয়ে পরীক্ষা করেন সদর ইউনিয়নের উন্নয়ন ও বেকার যুবকদের কর্মসংস্থানের পথ খুলে দেব। অসহায়দের বিধবা কার্ড,বয়স্ক ভাতার কার্ড, ভি জি ডি ও ১০ টাকা মুল্যের কার্ডে অন্তর্ভূক্ত হতে কোন টাকা পয়সা লাগবে না। আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্টা করতে সর্বশক্তি বিলিয়ে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের ছেলে সন্তানের মত। আপনাদের সন্তান পাশে সদা সর্বদা আমিও পাশে থাকব আপনাদের খেদমত করতে। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।