পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় “শহীদ দৌলত ও এডভোকেট বেলাল স্মৃতি সংসদ” গঠিত হয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে চকরিয়ার অন্যতম পুরোদা ও সাবেক ছাত্রলীগ নেতা শহীদ দৌলত খান এবং চার দলীয় জোট সরকারের শাসন আমলে তাদের শরীকদল জামাত-শিবিরের নেতা কর্মীদের গুলিতে নির্মমভাবে নিহত হওয়া এড, বেলাল উদ্দিন এর স্মৃতি ধরে রাখতে এ সংসদ গঠিত হয়। সংসদের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামত ও আলোচনার মাধ্যমে স্মৃতি সংসদের উদ্যোগ ও চুড়ান্ত সিদ্ধান্তে এটি বাস্তবায়ন করা হয়।
বুধবার (১০নভেম্বর) বিকেলে পেকুয়া উপজেলার একটি অস্থায়ী কার্যালয় থেকে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে “শহীদ দৌলত ও এড, বেলাল স্মৃতি সংসদ” এর পুর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে। ওই কমিটিতে আওয়ামীলীগ নেতা মোহাম্মদ খানে আলম ও উপজেলা যুবলীগের সহ সভাপতি জিয়াবুল হক জিকুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সংসদের সাধারণ সম্পাদক জিয়াবুল হক জিকু বলেন, গণতন্রের মানস কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ দৌলত ও জোট সরকারের আমলে জামাত-শিবিরের হাতে নির্মমতার শিকার নিহত এড, বেলাল উদ্দিনের স্মৃতি উজ্জিবিত রাখার জন্য তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা রেখে “শহীদ দৌলত ও এড, বেলাল স্মৃতি সংসদ” গঠন করা হয়েছে।