বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ার মগনামায় নাসিমা আক্তার(৩০) ৪ সন্তানের জননীকে পিটিয়ে গুরুতর আহত করল পরকীয়ায় আসক্ত স্বামী জামাল হোসেন ও শশুরবাড়ীর লোকজন। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ৮টায় মগনামার মরিচ্যাদ্বিয়া এলাকায় স্বামী জালাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত নাসিমা আক্তার একই এলাকার এলাদুর ছেলে জামাল হোসেনের স্ত্রী ও উজানটিয়া মিয়াপাড়া এলাকার নুরুল আলমের মেয়ে।
আহত গৃহবধু নাসিমা আক্তারের পিতা নুরুল আলম বলেন,স্বামী জামাল হোসেন কয়েক বছর ধরে পরকীয়ায় আসক্ত হয়ে আমার মেয়েকে মারধর ও নির্যাতন করে আসছে,মেয়ের ও সন্তানদের ভরণ পোষন দিচ্ছেনা। মেয়ের খবরাখবর না রাখায় শ্বশুর বাড়ির লোকজনকে বারবার অবগত করার পরও কোনো সাড়া দেয়নি। বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিতে আদালতে মামলা করি। মামলার খবর জানতে পেরে তাঁর পিতা-মাতা ও বড় ছেলের বউ দা, লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এখন আমার মেয়ে সন্তান নিয়ে কোথায় যাবে? আমি এ অত্যাচারের বিচার পেতে প্রসাশনের সহযোগিতা চাই।