জালাল উদ্দীন
স্টাফ রিপোর্টার;
কক্সবাজারের পেকুয়ায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার শিক্ষার্থীদের জন্য উপহার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উজানটিয়ার প্রাণ কেন্দ্র সোনালী বাজার সংলগ্ন অবস্থিত এস.এম. আইডিয়াল বিদ্যালয়ে বই বিতরণ উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠা পরিচালক আনচার কামালের সঞ্চালনায় এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ করেন উজানটিয়া ইউনিয়নের নিবেদীত সমাজকর্নী ফাতেমা বেগম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জালাল উদ্দিন, সোনালী বাজার পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী বাজার পরিচালনা কমিটির কোষাধক্ষ নুরুল হুদা,সদস্য মানিক, উজানটিয়া ইউনিয়ব কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুণ সোলতান প্রবাসী আবুল হাসেম ও বিশিষ্ট দর্জি ব্যবসায়ী হোছাইনুল ইসলাম,ব্যবসায়ী শফি আলমসহ অভিভাবকবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে ফাতেমা বেগম বলেন, বর্তমান সরকারের আমলে ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ১লা জানুয়ারি সকলেই বই পেয়ে যায়।আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ার জন্য।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক জালাল উদ্দিন বলেন, “শিক্ষা নিয়ে মোরা গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আমাদের সন্তানরা ১লা জানুয়ারি বিনামূল্যে বই হাতে পাচ্ছেন। পাশাপাশি গরীব অসহায় পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে উপবৃত্তির প্রদানের মাধ্যমে বিশ্বে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করায় ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।
তিনি বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা শিক্ষা প্রদানকে বাণিজ্য হিসাবে না নিয়ে শিক্ষাসেবার ব্রত নিয়ে এর সাথে সাথে কচিকাঁচা শিশুদেরকে নৈতিকতা শিক্ষা দেয়ারও আহবান জানিয়ে বিদ্যালয়ের যেকোন প্রয়োজনে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।