পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের চকরিয়া সিএনজি স্টেশনের অদূরে জনতা শপিং সেন্টারের সামনে পেকুয়ার এক সিএনজি চালককে বেধড়ক পিঠিয়ে আহত করেছে লাইম্যান মিরাজ!
আহত সিএনজি চালকের নাম মোহাম্মদ রাশেদ (৩২)। সে পেকুয়া উপজেলার মিয়া পাড়ার মৃত আবুল কালামের পুত্র।
শনিবার (০৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনাটি ঘটে।
এদিকে ঘটনার পর ওই সিএনজি চালককে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিএনজি চালক মোঃ রাশেদ জানান, বিকালে তার সিএনজি গাড়ী চকরিয়া জনতা শপিং সেন্টারের সামনে সড়কের পাশে রেখে পেকুয়া আসার জন্য অপেক্ষা করছিলেন। এসময় হঠাৎ মিরাজ এসে আমাকে চড়-থাপ্পড়সহ বেধড়ক পিঠিয়ে আহত করে। মিরাজ আমার বাম কানে চড় মারলে আমার কানের পর্দা ফেটে যায়।
সিএনজি শ্রমিকরা জানান, মিরাজ চকরিয়া সিএনজি স্টেশনে প্রতিদিন কল্যাণ তহবিলের নামে চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। তার চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে পড়েছে পেকুয়া ও চকরিয়ার সাধারণ সিএনজি শ্রমিকরা।
আহত সিএনজি শ্রমিক রাশেদ এ ব্যাপারে হামলাকারী মিরাজকে আসামী করে চকরিয়া থানায় এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান।