রোজ_ডের_গান
ফুলের রাণী তুমি,তুমিই শ্রেষ্ঠ প্রেমের প্রাণ
সুখে-দুঃখে গায় সবে তোমারি সুরের গান
তোমারি দর্শনে ভাঙে যতসব মান-অভিমান
জ্বালাযন্ত্রণা নিমেষে মিশে আসে খুশির বাণ।
একটি ফুল একটি কবিতা যদিও সে গন্ধহীন
ভালোবেসে আজ প্রিয়জনে একটি গোলাপ দিন
কোমলপ্রাণে কোমলতার ফুল মহাসমুদ্র আনে
পুষ্প পরশে ভালোবাসা আসে নতুন আহ্বানে।
কবিতায় কবি আঁকেন গভীর সৌন্দর্য বাণী
আবালবৃদ্ধবনিতার অমর জীবন কাহিনী,
গোলাপ ফুলের জীবনও আঁকে হৃদ্যতার ছবি
গোলাপের আহ্বানে মনাকাশে হাসে নতুন রবি।
মুহিব কাদেরী
চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।