পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি অস্ত্রসহ পিতা-পুত্রকে আটক করছে র্যাব-৭ এর একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে দুইটি কার্তুজও উদ্ধার করা হয়।
মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে র্যাব ৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের বিলহাচুরা এলাকার মৃত আব্দু জলিলের ছেলে মো. আলমগীর (৫২) ও তার ছেলে মো.শাহাজাহান (২১) কে আটক করে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) নুর হোসেন জানান, আলমগীর ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে মারামারি, হত্যা, ডাকাতি ও অস্ত্রের একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।