পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ জিহান (১২) নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
নিহত জিহান পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতবরপাড়া এলাকার মোহাম্মদ নেজাম উদ্দিনের পুত্র ও গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতবর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শিশুটির পিতা ভ্যানগাড়ি চালাতে যায়। মা তাকে ঘরে রেখে একটু দূরে অন্য একটি ঘরে কাজে যায়। এ সুযোগে সে ছুরি দিয়ে ঘরের একটি বৈদ্যুতিক তার কাটার চেষ্টা করলে সে বিদ্যুতায়ীত হয় পড়ে। পরে তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্যক্তি মালিকানাধীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অবুঝ শিশুর অকালে মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ করুণ মৃত্যতে গভীর শোক প্রকাশ করছি এবং এলাকাবাসীকে সচেতন হওয়ারও আহবান জানান।