পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় প্রবাসীর স্ত্রীর প্রেমে সাড়া না দেয়ায় এক প্রবাসী আরিফুল ইসলামের পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে পরকিয়ায় আসক্ত ৩ সন্তানের জননী নারগিস আকতারের বিরুদ্ধে।
গত শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রবাসী আরিফুল ইসলামের পিতা মুজিবুল হক অভিযোগ করে জানান, বিগত ৩ বছর আগে আমার ছেলে আরিফুল ইসলামের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে যায় এলাকার প্রবাসী জয়নাল আবেদীনের স্ত্রী ও ৩ সন্তানের জননী নারগিস আক্তার এর সাথে। সে সময় এলাকার সমাজপতিরা উভয়কে ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে দেন। এরপর থেকে আমার ছেলেকে বিদেশ পাঠিয়ে দিই। তখন থেকে আমার ছেলে ওই মহিলার সাথে আর কোন ধরণের যোগাযোগ করেননি। যোগাযোগ না করায় ক্ষুদ্ধ হয়ে গত শনিবার বিকাল ৩ টায় আমার বাড়িতে অনুপ্রবেশ করতে চাইলে আমার স্ত্রী ও ছেলের বউয়েরা কারণ চাইলে তাদের সাথে হাতাহতি হয়।
তিনি আরো বলেন, ঘটনার পরে বিভিন্নভাবে মামলা হামলার হুমকি দিচ্ছে। এর ধারাবাহিকতায় আরিফসহ আমাদেরকে হয়রানি করার জন্য থানায় অভিযোগ দিয়ছে।
প্রবাসী আরিফ মুঠোফোনে জানায়, আমি আগে প্রেম করেছিলাম তবে ৩ সন্তানের দিকে চেয়ে ওই পরকীয়া প্রেম থেকে সরে গেলে সে ক্ষিপ্ত হয়ে যায় এবং আমি নাকি তাকে বিয়ে না করলে মামলাসহ নানা ভাবে হয়রানি করবে বলে হুমকি দেয়। এর সুত্র ধরে থানায় অভিযোগ দিয়েছে। প্রশাসনের কাছে আবেদন সুষ্ট তদন্তের মাধ্যমে ওই মহিলার হয়রানি থেকে বাঁচান।
অভিযোগের বিষয়ে জানতে, নারগিস আক্তারের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ না দেয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।