পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় এক অসহায়ের ভোগদখলীয় বনবিভাগের সরকারি ভোগদখলীয় জায়গা জবরদখলের চেষ্টা করে এক দল সন্ত্রাসীরা।
(১১ ফেব্রুয়ারী) শুক্রবার দিনগত রাত ২ টার দিকে উপজেলার টইটং ইউপির মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ধনিয়াকাটা মাঝের পাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে আবদু সালাম ও আবুল কালাম বাদী হয়ে একই এলাকার গোলাম কাদেরের ছেলে নুর হোসেন, আবুল হোছেন, শাহাব উদ্দিন ও নুর হোছেনের ছেলে মিজানুর রহমানকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করে।
লিখিত অভিযোগে বলা হয়, বাংলাদেশ বনবিভাগের দক্ষিণ চট্রগ্রামের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের ধনিয়াকাটা বনবিটের জায়গা ৩০-৩৫ বছর ধরে ভোগদখল করে আসছি। এতে চারদিকে ফলজ ও বনজ গাছ রোপন করে বসবাসরত ছিলাম।
ভুক্তভোগী আবুল কালাম বলেন, আমার ভোগদখলীয় জায়গায় বিবাদীগণ নানা ভাবে হুমকি ধমকি প্রদান করে আমাদের উচ্ছেদ করে দিতে। এবং রাতের আধারে সন্ত্রাসী ভাড়া করে ঘর নির্মান করে ফেলে।
আমার রিজার্ভ ভোগদখলীয় জমির বিএস দাগ নং- ৭০০১ জমির পরিমাণ ৮ শতক।
পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার জানান বিষয়টি জানি না তবে লিখিত অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।