হুমায়ুন কবির পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামার ঘাটে ১৯ ফেব্রুয়ারী অলি কুলের সম্রাট হযরত মালেক শাহ আল কুতুবী এর ফাতেহা শরিফ উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট পেকুয়া শাখার উদ্যোগে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়।
১৮ই ফেব্রুয়ারী (শুক্রবার) বিকাল ৩টায় পেকুয়া উপজেলার মগনামা ঘাটে – যুব রেড ক্রিসেন্ট পেকুয়া উপজেলা শাখার টিম লিডার ছোটনের নেতৃত্বে, ১৯ ফেব্রুয়ারী অলি কুলের সম্রাট হযরত মালেক শাহ এর ফাতেহা শরীফ উপলক্ষে, দরবারের উদ্দেশ্যে আসা হাজার হাজার ভক্তদের সু-শৃঙ্খলভাবে পারাপার,মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাইকিং করেন তারা।
কুতুবদিয়ার হযরত শাহ আবদুল মালেক আল-কুতুবী (রহঃ) ২২ তম ফাতিহা শরীফ ১৯ ফেব্রুয়ারী স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হবে।
যুব রেড ক্রিসেন্ট পেকুয়া উপজেলা শাখার টিম লিডার ছোটন বলেন ;১৯ ফেব্রুয়ারী(শনিবার)অলি কুলের সম্রাট হযরত মালেক শাহ আল কুতুবী এর ফাতেহা শরীফ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত দের সুস্বাস্থ্য নিশ্চিত করতে যুব রেড পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে ফ্রী মাস্ক,হ্যান্ডস্যানিটাইজার বিতরণ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।