পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ ছাড়াও মসজিদের জন্য ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠিত হয়। রাজাখালী ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাষ্টার মো: জাহেদ উল্লাহকে সভাপতি ও টইটং বাজারের পল্লী চিকিৎসক শফিক উল্লাহকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়েছে। টইটং বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন সহসভাপতি, মৌলভী নাজেম উদ্দিন যুগ্ম সম্পাদক, মৌলানা হামিদুল হক কোষাধ্যক্ষ, মো: কাইছার, রেজাউল করিম, নুরুন্নবী সওদাগর, মাষ্টার রাহমত উল্লাহ, মাওলানা নেজাম উদ্দিন ও মো: শোয়াইবকে সদস্য করা হয়েছে। টইটং বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সীমান্তবর্তী টইটং ইউনিয়নের প্রধান বাণিজ্যিক কেন্দ্র টইটং বাজারে প্রতিষ্টিত হয়েছে। মসজিদটি গুরুত্বপূর্ন জায়গায় অবস্থিত হওয়ায় পেকুয়া উপজেলার মধ্যে এর গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ন। সড়ক যোগাযোগের অন্যতম কেন্দ্রস্থল টইটং বাজার। এবিসি সড়কের লাগোয়া টইটং বাজারে মসজিদটির প্রতিষ্টিত হওয়ায় প্রতিদিন শত শত মুসল্লী ওই মসজিদে নামাজ আদায়সহ ধর্মীয় ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন। চলাচলরত গাড়ীর যাত্রী,বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা এ মসজিদে গিয়ে নামাজ আদায় করে। এ দিকে টইটং বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটি গঠিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবগঠিত মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি ও সাধারন সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা। এক বিবৃতিতে তারা কমিটি অনুমোদন প্রাপ্ত হওয়ায় বাংলাদেশ আ’লীগ পেকুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আবুল কাসেম, টইটং ইউপির দুইবার নির্বাচিত সফল চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, টইটং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আলম, সাধারন সম্পাদক মো: সেলিমুল্লাহসহ সংশ্লিস্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।