নিজেস্ব প্রতিবেদক;
কক্সবাজারের পেকুয়ার টৈটং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন চকরিয়া কৈয়ালবিল ফুটবল একাডেমি বনাম পেকুয়া ফুটবল একাডেমি।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় উপজেলা টৈটং ইউনিয়নের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পেকুয়া ফুটবল একাডেমি কৈয়ালবিল ফুটবল একাডেমিকে ২-১ গোলের ব্যাবধানে হারিয়ে জয় নিশ্চিত করে।।
প্রথমার্ধের খেলা শুরু হওয়ার ১৫ মিনিটে ১১নং জার্সি পরিহিত পেকুয়া একাডেমি খেলোয়াড়ের দেওয়া গোলে এগিয়ে যায় পেকুয়া ফুটবল একাডেমি। ২৫ মিনিটের সময় দ্বিতীয় গোল করে দলকে ব্যবধান বাড়ায় ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় । ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে পেকুয়া ফুটবল একাডেমি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর প্রথম থেকে দু’দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলায় চরম উত্তেজনা বিরাজ করে। তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ লড়াইয়ে জমে উঠে এই খেলা। দু’দলের আক্রমণ আর পাল্টা আক্রমণের ক্রীড়া নৈপূন্যে মেতে উঠে দর্শকরা। মুহুর্মুহু আক্রমণে কাঙ্খিত গোলের দেখা পায় কৈয়ালবিল ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ের খেলা শেষে ২-১ গোলের ব্যাবধানে মাঠ ছাড়ে কৈয়ারবিল ফুটবল একাডেমি ও পেকুয়া ফুটবল একাডেমি। এ জয়ে তারা সরাসরি সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়।
সেরা খেলোয়াড় হিসাবে ম্যান অফ দ্যা ম্যাচ পেয়েছেন কৈয়ারবিল ফুটবল একাডেমি ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় শাহিন।
টৈটং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী,
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজাখালী এয়ার আলী খান উচ্চ-বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার জাহেদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন,টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম, টৈটং উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম,সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ,প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন,ইউপি সদস্য ফয়সাল আকবর,আদুল জলিল, আবু ওমর,সমন্বয়কের দায়ীত্বে ছিলেন ইউপি সচিব আবদুল আলীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা যুবলীগের ত্রান-বিষয়ক সম্পাদক মোঃ আজম ও বিশিষ্ট ক্রীড়ানোরাগী আনোয়ার হোসেন এমজারুল।