পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় চোরাই মাল উদ্ধার নিয়ে থানায় অভিযোগ করায় বিবাদীদের হামলায় বাদী জাকের হোসেন (২৪) আহত হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থা কর্মপ্লেক্সে ভর্তি করে।
শুক্রবার (৪ মার্চ) দুপুর ১ টায় পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাকের হোসেন একই এলাকার গোলাম কাদেরের পুত্র।
আহত জাকের হোসেন জানায়, সম্প্রতি আমার ব্যাটারী চালিত টমটম আটোরিক্সার ব্যাটারী চুরি করে একই এলাকার রহুল কাদের পুত্র জিয়াবুল, বদিউল আলমের পুত্র তৌহিদ তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় একখানা অভিযোগ দায়ের করায় তারা ক্ষীপ্ত হয়ে ঘটনার দিন সে নিজ ব্যবসার জন্য জমি বন্ধক রেখে ৫০ হাজার টাকা নিয়ে বাড়ী ফেরার পথে মামলার বিবাদী জিয়াবুল, তৌহিদ ও আবদুল হাকিমসহ ৪/৫ জন লোক আমাকে গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে পকেটে থাকা জমি বন্ধকের টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কানন সরকার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।