পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ার উজানটিয়ায় প্রতিবেশী জাকের হোছন ও কামাল গং বৃদ্ধ ছমি উদ্দিনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার উজানটিয়া ইউনিয়নের আতর আলী পাড়া এলাকার মৃত খুইল্লা মিয়ার পুত্র ছমি উদ্দিন (৬৫) কে ১৫ মার্চ রাতে প্রকাশ্যে এ হুমকি দিয়েছে অপর প্রতিবেশী মৃত আব্দু জব্বারের পুত্র কামাল ও জাকের হোছন।
ভুক্তভোগী ছমিউদ্দিন জানান, প্রতিবেশী জাকের হোসেন গং এর সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ জের ধরে ঘটনার দিন রাতে তারা আমার পরিবারের সামনে এসে জমির দখল ছেড়ে না দিলে ইয়াবা দিয়ে পুলিশকে ধরিয়ে দেওয়ার প্রকাশ্যে হুমকি দেয়। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছেন, ছমিউদ্দিন ও জাকের হোছন গং এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এ জের ধরে ওই দিন রাতে ছমিউদ্দিনের বাড়ীর সামনে এসে জায়গা ছেড়ে না দিলে তারা ছমি উদ্দিনের বাড়ীতে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তার পরিবারের সবাইকে পুলিশে ধরিয়ে দিবে বলে হুমকি দেয়।
এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) কানন সরকার জানান, কেউ এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।