পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় অভিনব কায়দায় (পেটে ভরে) ইয়াবা পাচারের সময় নুর নাহার (৪৩) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। এ সময় তার পেটে থাকা ১৫ শ ৬০ বড়ি ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১৬ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। গত সোমবার দুপুরে উপজেলার পেকুয়া কলেজ গেইট চৌমুহনী ষ্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনকভাবে পুলিশ তাকে আটক করে। আটকের পর হাসপাতালে এক্স-রে করে পেটে বিশেষ কৌশলে ইয়াবা রাখার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।
আটককৃত নারী টেকনাফ উপজেলার লেদা,২৪ নং ক্যাম্প, ৩০২ নং কক্ষের অধিবাসী ছাবি উল্লাহর স্ত্রী।
পেকুয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মোজাম্মেল হক বলেন, সোমবার দুপুরে মাদক বিরোধী অভিযানে নামে পুলিশ। পেকুয়া চৌমুহনীর সিএনজি ষ্টেশনে নুর নাহার নামে এক নারী সন্দেহজনকভাবে এদিক-ওদিক পাইচারী করছিল। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে তাকে থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরে তাকে এক্স-রে করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরো বলেন,গত দুইদিনে চিকিৎসকরা তার শরীর থেকে পায়ুপথে ৪০ পুটলি ইয়াবা বের করে। এসব পুটলির মধ্যে ১৫ শ ৬০ বড়ি ইয়াবা পাওয়া যায়। মাদক পরিবহণের দায়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।