পেকুয়া প্রতিনিধি;
সারাদেশের ন্যায় ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ জাফর আলম বিএ (অনার্স) এম এ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা এড, কামাল হোসেন, বীর মুক্তি যোদ্ধা মাষ্টার ছাবের আহমদ ও অজিত নাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত এর নেতৃত্বে উপজেলা ভূমি অফিস। এছাড়া পেকুয়া স্বাধীনতা মেলা উদযাপন পরিষদ, উপজেলা আনচার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পেকুয়া মডেল সরকারি জি এম সি ইনস্টিটিউশন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পেকুয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটি পালন করেন।
বৃহস্প্রতিবার সকাল ৯টায় পেকুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উন্মে কুলছুম মিনু, বীর মুক্তিযোদ্ধা এড কামাল হোসেন, কৃষি কর্মকর্তা তপন কুমার রায় জেলা আওয়ামীলীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, স্বাধীনতা মেলা উদযাপন পরিষদের আহবায়ক টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ বিএ, সাধারণ সম্পাদক আবুল কাশেম। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাংবাদিক জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছালামত উল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশাদুজ্জমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন প্রমূখ।