পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার অন্যতম প্রবাসী সংগঠন
পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদ।
সংগঠনটি প্রতিষ্টার পর থেকে উপজেলার গরীব,অসহায়, অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে গেছে। ঠিক এমন সময়ে কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নিজের ফেসবুক এ পোষ্ট করে মোঃ তানবীর।
লিখিত পদত্যাগ পত্রে উল্লেখ করেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করছি।আমার এই প্রাণের সংগঠন থেকে পদত্যাগ গ্রহণ করতে আমার জন্য খুব কষ্টকর। এই সংগঠনে জড়িয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে। যাদের সাথে কাধে কাধ মিলিয়ে অনেক অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। এই সব কাজ থেকে আজকে থেকে দুরে থাকব সেটা চিন্তা করতেই কষ্ট হচ্ছে। তারপরও আমার এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমার কিছু ব্যক্তিগত সমস্যার জন্য এই পদত্যাগ গ্রহণ করতে বাধ্য হচ্ছি। আজ থেকে আমি এই সংগঠন এর সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকব।তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।আমি ইতি মধ্যে আমার পদত্যাগ পত্র সভাপতি, উপদেষ্টা মন্ডলী এবং কার্যকরী কমিটি বরাবর দিয়েছি।এবং পদত্যাগ পূর্বে আমার কাছে থাকা সমস্ত হিসাব সংগঠনের কাছে বুঝিয়ে দিয়েছি।
আশাকরি সবাই আমার পদত্যাগ সুন্দর ও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
এবিষয়ে মোঃ তানবীর জানায়, কমিটির নিয়মশৃঙ্খলা বলতে কিছুই নেই। অনেকে এই সংগঠনকে ব্যবহার করছে নিজেদের প্রচার করতে।
এছাড়া ব্যক্তিগত কারণে সংগঠনের সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবো।