পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের উদ্যাগে পেকুয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারস্থ গ্রীণ বার্ড রেস্টুরেন্ট কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক।
ফোরামের সভাপতি স. ম ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হোবাইব সজীব
সংগঠনের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য এফ এম সুমনের সঞ্চালনায় এতে
প্রধান আলোচক ছিলেন ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ ড.মোহাম্ম সানাউল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শহীদুল্লাহ,বীর মুক্তিযেদ্ধা রমিজ আহমদপেকুয়া থানার সেকেন্ড অফিসার মোজাম্মেল হোসেন, বালিকা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম,মাষ্টার হানিফ চৌধুরী ও সাংবাদিক দিদারুল করিম, বাজার সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন ও সম্পাদক শাহেদ ইকবাল প্রমুখ।
পেকুয়া কমর্রত সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক জালাল উদ্দিন,সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক হাশেম,গিয়াস উদ্দিন,সাইফুল ইসলাম বাবুল,রিয়াজ উদ্দিন,শাখাওয়াত হোসেন সুজন, রেজাউল করিম, মুফিজ সিকদার ও মোঃ আবু ছাদেক প্রমূখ।
এছাড়া ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,কাইছার হামিদ, ফুয়াদ মোহাম্মদ সবুজ, বাহার প্রমূখ। এছাড়া কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে। উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্যদের কলমকে শানিত করতে হবে। পেশাগত কাজে সকল ধরণের বাধা ডিঙিয়ে যেতে হবে।
অনুষ্ঠান শেষে সংগঠন ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন এম ইউপি আব্দুল হক।