হুমায়ুন কবির স্টাফ রিপোর্টার (কক্সবাজার)
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসন কতৃক মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (৭ই জুন ) দুপুর ১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা। সভায় বক্তব্য রাখেন,পেকুয়া থানার ওসি( ভারপ্রাপ্ত) ফরহাদ আলী, পুলিশ পরিদর্শক কানন সরকার, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা এড.কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এম শহিদুল্লাহ বি এ, সাংবাদিক জহিরুল ইসলাম,বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম বদিউল আলম, টইটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম জাহেদুল ইসলাম, রাজাখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,মগনামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, সাংবাদিক জালাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার প্রমুখ।
উপস্থিত বক্তারা পেকুয়া বাজারের যানজট,মাদক,জুয়া, চোর-সিন্ডিকেট ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা পেকুয়া থানার পুলিশকে যানজট,মাদক,জুয়া, চোর-সিন্ডিকেট এই সমস্যাগুলো দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন এবং নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।