কক্সবাজারের পেকুয়ায় আনিছ ফারুক কাজল (২০) নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে মেহেদী ও তার গ্যাং এর সদস্যরা।
২৩ জুন (বৃহস্পতিবার) দুপুর ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী সালেহ আহমদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পেকুয়া সদরের মেঠাবেপারীপাড়া এলাকার নুরুল আলমের ছেলে আনিছ ফারুক কাজল কিশোর গ্যাং এর মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করলে একই এলাকার নেজাম উদ্দিনের ছেলে কিশোর গ্যাং এর লিডার মেহেদী হাসান এর নেতৃত্বে কিশোর গ্যাং সঙ্ঘবদ্ধ হয়ে ছুরি ও লোহার রড় দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।তার আর্ত্ম-চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্বার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।রোগীর অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।
আহত আনিছ ফারুক কাজলের বড় ভাই ইউনুছ ফারুক রনি বলেন, কিশোর গ্যাং এর উৎপাত নিয়ে আমার ছোট ভাই চট্রগ্রাম কলেজের ছাত্র(সাগর) ফেসবুকে প্রতিবাদ মূলক পোষ্ট করায় ফোরকান নামের এক কিশোর গ্যাং লিডার কে দেশিয় অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।এর জের ধরে আমার ভাইকে কিশোর গ্যাং সদস্যরা দীর্ঘদিন ধরে হত্যার হুমকি ধমকি প্রদান করে আসছে।ঘটনার দিন ছোট ভাই দুপুরে বাড়ি ফেরার পথে একই এলাকার নেজাম উদ্দিনের ছেলে চিহ্নিত কিশোর গ্যাং লিডার মেহেদী হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।