1. admin@pekuanews24.com : admin-pekuanews :
  2. mdjalalpekua@gmail.com : jalal uddin : jalal uddin
শুক্রবার, ০১ জুলাই ২০২২, ০৩:২০ পূর্বাহ্ন

পেকুয়ায় যুবলীগ নেতার দোকান ঘর নির্মাণ কাজে বাঁধা ও দখলে নিতে পাঁইতারার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার

কক্সবাজারের পেকুয়ায় ক্রয়কৃত জমিতে দোকান ঘর নির্মাণে বাঁধা ও দখলে নিতে পাঁয়তারাকারীদের বিরুদ্ধে আইনি সহয়তা চেয়ে সাংবাদ সম্মেলন করেন উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজম।

বুধবার দুপুরে উপজেলার চৌমুহনী নিজ দোকানের সামনে মানববন্ধন করে প্রতিবাদ জানায় ভুক্তভূগী পরিবার ও গ্রামবাসী।
ভুক্তভোগী আজম জানায়  ক্রয়কৃত জমিতে দোকান ঘর নির্মাণে বাঁধা প্রদান ও দোকানঘর দখলে নিতে পাঁয়তারা করছে কিছু কুচক্রীমহল।তাই আমি মহামান্য আদালতে মামলা করেছি,আমার মামলা নং ৩১৮।আমার কাগজ মূলে ক্রয়কৃত জমিতে কাজে বাধা দেওয়া এটা কীসের আলামত আমি বুঝতে পারছিনা।এই দোকানে বিদ্যুৎ মিটার আমার নামে,প্রায় তিন বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করতেছি।কী মূলে আমার ভোগ দখলি ও ক্রয়কৃত দোকানে কাজে বাধা দিচ্ছে।এমতবস্থায় আমি উপজেলা প্রশাসন,সাংবাদিক ভাইদের  এবং চৌমুহনীর সকল দোকানদারদের সহযোগিতা কামনা করছি।
আমার ক্রয়কৃত জমি যার সৃজিত খতিয়ান নং ৭৮৭১ ও ৭৭৩৬ তারমধ্যে বিএস-দাগ নং ২০৪৩ দাগে ৫শতক এবং ২০৪৪ দাগে ৮শতক।আমার মোট জমি ১৩শতক।
পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান,দু’পক্ষের অভিযোগ পেয়েছি, ঝগড়া বিবাদ না হওয়ার জন্য কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

নিউজটি শেয়ার করুন........

© All rights reserved © 2020 Pekuanews24.com