শহীদ ওয়াসিমের আত্মত্যাগের কথা আজীবন মনে রাখবে ছাত্রদল: পেকুয়ার পথ সভায়- রাকিবুল ইসলাম রাকিব।
পেকুয়া প্রতিনিধি মোঃ আজিজুল হক
স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। গত জুলাই আগষ্টে ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতির সুচনা করবে ছাত্রদল। ক্যাম্পাস দখল করে গেস্ট রুম কালচারের রাজনীতি করবে না ছাত্রদল। এমনি মন্তব্য করে সকালে কক্সবাজারের পেকুয়ার শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত উদ্দেশ্যে যাত্রাপথে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চৌমুহনী শহীদ ওয়াসিম চত্বরে অনুষ্ঠিত পথসভায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন শহীদ ওয়াসিমের আত্মত্যাগের কথা আজিবন মনে রাখবে ছাত্রদল। শহীদদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে সকলকে সচেতন থাকার আহবান জানান। পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম রবি, বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাদাত হোসেন রিপন, পেকুয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারেফুল ইসলামসহ অনেকে। এছাড়া খাগড়াছড়ি, কক্সবাজার, লামা, চকরিয়া, মহেশখালীসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে নেতৃবৃন্দরা শহীদ ওয়াসিমের কবর জেয়ারত শেষে তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে প্রথম শহীদ ওয়াসিম আকরামের পরিবার ও স্বজনদের সাথে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরর উদ্দীন নাছির বলেন, গত জুলাই আগষ্টে ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতির সুচনা করবে। ক্যাম্পাস দখল করে গেস্ট রুম কালচারের রাজনীতি করবেনা ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রাম কলেজের ছাত্র দলের নেতা শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম এবং মাতা জোছনা বেগম এবং ওয়াসিমের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং শহীদ ওয়াসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারকে শান্তনা দেন। এসময় তারা জানান এক ওয়াসিম শহীদ হলেও বাংলাদেশের ছাত্রদলের লক্ষ লক্ষ নেতাকর্মী ওয়াসিমের পরিবারের পাশে আছে এবং থাকবে। পরে শহীদ ওয়াসিমের পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এদিকে জুমার নামাজের পর আগত কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নিজ গ্রামের বাড়ি সিকদার পাড়ার পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন।