কুতুব‌দিয়ায় টমটম দূর্ঘটনায় চালক নিহত

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

কুতুব‌দিয়ায় ব্যাাটা‌রি চা‌লিত টমটম দূর্ঘটনায় চালক আরিশফুল নিহত হ‌য়ে‌ছে। গতকাল শুক্রবার (১৩ সে‌প্টেম্বর) রা‌তে বড়ঘোপ কৈবর্ত্যু পাড়ার ম‌ন্দি‌রের পা‌শে পুকু‌রে প‌ড়ে গি‌য়ে দূর্ঘটনা ঘ‌টে।

প্রত্যনক্ষদর্শী যাত্রী উত্তর ধুরুং বাঁকখালী গ্রা‌মের ‌তৌহিদুল ইসলাম জানায়, শুক্রবার রাত ৭ দি‌কে বড়‌ঘোপ স্টীমার ঘাট থে‌কে ৫ জন যাত্রী নি‌য়ে এক‌টি টমটম রওয়ানা দেয়। টমটম‌টি কৈবর্ত্য‌ পাড়ায়‌ পৌ‌ছি‌লে পুকু‌রে বাঁক ঘুর‌তে নিয়ন্ত্রন হা‌রি‌য়ে পুকু‌রে ডু‌বে যায়।
এসময় স্থানীয়রা চালক, যাত্রী‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসেরন। কর্তব্যেরত ডা: শোভন দাস টমট‌মের চালক আরিযফুল ইসলাম (১৮) মৃত ব‌লে জানান। এসময় আহত যারত্রী তৌ‌হিদ‌কে চি‌কিৎসা দেয়া হয় ব‌লে হাসপাতাল সূত্র জানায়।
নিহত আরি‌ফুল বড়‌ঘোপ স্টীমারঘাট এলাকার বদরু‌দ্দোজার পুত্র ব‌লে জানা গে‌ছে।