দুদক ও দুপ্রকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪
দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২২সেপ্টেম্বর। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জেলা দুপ্রক সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী। এতে  প্রধান অতিথি ছিলের কক্সবাজার সরকারি বালিকা প্রধান শিক্ষক অনুপম দাশ।
বিচারক ছিলেন, অধ্যাপক শহীদুল ইসলাম, অধ্যাপক অজিত দাশ, অধ্যাপক শরমিন সিদ্দিকা।
সঞ্চালনায় জসীম উদ্দিন বকুল, সাধারণ সম্পাদক, জেলা দুপ্রক। আরও উপস্থিত ছিলেন দুপ্রক সহ সভাপতি মোহাম্মদ আলী, সদস্য উদয় শংকর পাল মিঠু।
১ম পর্বে চ্যাম্পিয়ন  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা:  একই বিদ্যালয়ের তাহসিন রহমান ২য় পর্বে চ্যাম্পিয়ন:  বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা : ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দলনেতা: উম্মে হাবিবা।
এ সময় দুদক ও দুপ্রকের পক্ষ থেকে ১৬২ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানের ফলাফল প্রস্তুত প্যানেলে ছিলেন মিনহাজ চৌধুরী ও নাজনীন আক্তার মেরী।