পেকুয়া রাজাখালীতে পর্দা উঠলো যুব ক্রীড়া সংঘের ক্রিকেট টুর্নামেন্টের

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
পেকুয়া রাজাখালীতে পর্দা উঠলো রাজাখালী যুব ক্রীড়া সংঘের ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর। ঝাঁকজমকপূর্ন আয়োজনে শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজাখালী ফৈজুন্নিছা উচ্চ এন্ড কলেজের মাঠে এ বছরের আসরের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজাখালী ফৈজুন্নিছা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য সাহাব উদ্দিন কোম্পানী, সাংস্কৃতিকর্মী সাংবাদিক এফ এম সুমন, পেকুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মহিউদ্দিন, রাজাখালী মাতবর পাড়া উন্নয়ন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ ফারুক আজম, সাংবাদিক সোহেল আজিম, রাজাখালী বামুলা পাড়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক মো: জয়নাল আবেদীনসহ আরো অনেকে।
উদ্বোধনীয় খেলায় রাজাখালী ৪নং ওয়ার্ড ক্রিকেট একাদশকে হারিয়ে ১নং ওয়ার্ড ক্রিকেট একাদশ জয়লাভ করে। উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ১নং ওয়ার্ড ক্রিকেট একাদশের জয়নাল আবেদীন।
খেলায় ধারাভাষ্য দিয়ে হাজারো দর্শককে আনন্দ দেন রাজাখালী ক্রীড়া উন্নয়ন সংস্থার আহবায়ক ক্রীড়াপ্রেমী নুরশেদুল ইসলাম চৌধুরী ও রাজাখালী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক এসএম আমিন উল্লাহ, অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাজাখালী যুব ক্রীড়া সংঘের সভাপতি জিয়াউল কবির আলফাজ। টুর্নামেন্টে রাজাখালীর প্রতিটি ওয়ার্ডের ৯টি দল অংশ গ্রহন করছে বলে জানিয়েছেন আয়োজকেরা